১৮ই ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স
১) আন্তর্জাতিক অভিবাসী দিবস (মাইগ্র্যান্টস ডে) কবে পালিত হয়?
উত্তর- ১৮ই ডিসেম্বর।
২০০০ সাল থেকে প্রতিবছর পালিত হচ্ছে।
২) সম্প্রতি যে ঘূর্ণিঝড়টি অন্ধ্র-উপকূলে আছড়ে পড়েছিল তার নাম কী?
উত্তর- ফেথাই (Phethai)।
৩) ৩৭তম ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ কোথায় শুরু হল?
উত্তর- পুনেতে।
৪) আন্তর্জাতিক টেনিস ফেডারেশন কাদেরকে ২০১৮ সালের চ্যাম্পিয়ন ঘোষণা করল?
উত্তর- নোভাক জোকোভিক (পুরুষ) এবং সিমোনা হালেপ (মহিলা)।
৫) 'ওয়ান সিটি ওয়ান অপারেটর' প্রকল্পটি কীসের সঙ্গে জড়িত?
উত্তর- নিকাশী ব্যবস্থা।
৬) অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন?
উত্তর- মাধবী দিবান।