১৯শে ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স
১) ভারতের কোন রাজ্যটি ১৯শে ডিসেম্বর (১৯৬১ সালে) ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল?
উত্তর- গোয়া।
(গোয়া পর্তুগিজদের উপনিবেশ ছিল।)
২) ইসরো আজ কোন যোগাযোগরক্ষাকারী উপগ্রহটি সফলভাবে উৎক্ষেপণ করল?
উত্তর- GSAT7A
- অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হল;
- ওজন ২২৫০ কেজি।
৩) ভারতের কোন সামরিক বিমানে এই প্রথমবার জৈব-জেট জ্বালানি (Bio-jet fuel) ব্যবহার করা হল?
উত্তর- AN-32 ।
৪) সম্প্রতি কোন দেশ ২০১৯ সালটিকে সহনশীল বর্ষ (ইয়ার অফ টলারেন্স) হিসাবে ঘোষণা করল?
উত্তর- সংযুক্ত আরব আমিরশাহী।
৫) PETA India কাকে পার্সন অব দ্য ইয়ার ঘোষণা করল?
উত্তর- সোনম কাপুর।
( PETA- People for the Ethical Treatment of Animals)