১৭ই ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

১৭ই ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স
১) মিস ইউনিভার্স ২০১৮ কে হলেন?
উত্তর- ক্যাট্রিওনা গ্রে, ফিলিপিন্স।
- ভারতের প্রতিনিধি ছিলেন নেহাল চূড়াসমা।
- মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম ট্রান্সজেন্ডার- এঞ্জেলা পোন্স, স্পেন।
২) ডন ব্যাডম্যানের পর কোন ক্রিকেটার আন্তর্জাতিক টেস্টে ২৫ টি সেঞ্চুরি করলেন?
উত্তর- বিরাট কোহলি।
৩) শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর- রনিল বিক্রমসিংহে।
৪) সম্মিলিত জাতিপুঞ্জের ক্লাইমেট কনফারেন্স ২০১৮ কোথায় আয়োজিত হয়েছিল?
উত্তর- কাটোয়াইস, পোল্যান্ড।
৫) ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ির প্রতিকৃতিযুক্ত কোন কয়েনটি (Coin) শীঘ্রই বাজারে আসতে চলেছে?
উত্তর- ১০০টাকার কয়েন।
৬) মহিলাদের জাতীয় স্কোয়াশ (সিঙ্গেলস) খেতাব কে জিতলেন?
উত্তর- জ্যোৎস্না চিনাপ্পা।
৭)  ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর নতুন অধিকর্তা কে হলেন?
উত্তর- রামপাল পাওয়ার।