১০ই নভেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

১) শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ব বিজ্ঞান দিবস প্রতি বছর কোন দিন পালন করা হয়?
উত্তর- ১০ই নভেম্বর।
এবছরের থিম- "বিজ্ঞান, একটি মানবাধিকার"
২) কোন ভারতীয় কুস্তিগীর ৬৫ কেজি বিভাগে বিশ্বের এক নম্বর হলেন?
উত্তর- বজরং পুনিয়া।
৩) ভারতের প্রথম মহিলা অ্যাম্পুটি (amputee অর্থাৎ যাদের হাত বা পা আংশিক বা পুরোপুরি নেই) এভারেস্ট বিজয়ী যিনি সম্প্রতি ইংল্যান্ডে সাম্মানিক ডক্টরেট পেলেন। কী নাম তার?
উত্তর- অরুনিমা সিনহা।
৪) ভারতের কোন কোম্পানি প্রথম ব্লকচেইনের মারফত লেটার অফ ক্রেডিট পেমেন্ট পেল?
উত্তর- রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।
৫) মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অট্টালিকাটি এই প্রথমবার দীপাবলীর আলোতে সজ্জিত হয়েছিল?
উত্তর- নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং।
৬) ভারতের কম্পিটিশন কমিশনের নতুন চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হলেন?
উত্তর- অশোক কুমার গুপ্তা।
৭) কোন ভারতীয় ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন?
উত্তর- জওহর লাল সারিন।