৯ই নভেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

১) ৯ই নভেম্বর তারিখে ভারতের কোন রাজ্যটি ১৮ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল?
উত্তর- উত্তরাখন্ড।
২) ভারতে আইনি পরিষেবা দিবস কবে পালিত হয়?
উত্তর- ৯ই নভেম্বর।
৩) কোন দেশ "প্রতিবন্ধী তরুণদের জন্য বিশ্বব্যাপী আইটি চ্যালেঞ্জ" আয়োজন করল?
উত্তর- ভারত।
৪) কোন মোবাইল কোম্পানি প্রথম ফোল্ডেবল স্মার্টফোন (প্রোটোটাইপ) প্রকাশ করেছে?
উত্তর- স্যামসাং
৫) অষ্টম এশিয়ান শটগান চ্যাম্পিয়নশিপে পুরুষদের স্কিটে কে স্বর্ণপদক জিতেছেন?
উত্তর- অঙ্গদ ভীর সিং বাজওয়া।
৬) জাপানে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হলেন?
উত্তর- সঞ্জয় কুমার বর্মা।
৭) কোন ভারতীয় শিক্ষাবিদ দুবাইয়ে গ্লোবাল এডুকেশন অ্যাওয়ার্ড পেলেন?
উত্তর- আনন্দ কুমার (সুপার থার্টি-র প্রতিষ্ঠাতা)।
৮) পঞ্চম বিশ্ব বৌদ্ধ সম্মেলন কোথায় আয়োজিত হল?
উত্তর- পুতিয়ান, চীন।