৮ই নভেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

১) প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া (পিসিআই) দ্বারা  রাজা রামমোহন রায় পুরস্কারের জন্য কে নির্বাচিত হয়েছেন?
উত্তর- এন রাম।
২) কোন রাজ্য প্রযুক্তি চালিত ও নাগরিক বান্ধব 'মো বাস' সেবা চালু করল?
উত্তর- ওডিশা।
৩) ইরানের রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর- গদ্দম ধর্মেন্দ্র।
৪) সম্প্রতি, সুপ্রিম কোর্ট কোন রাজ্যের জন্য পৃথক হাইকোর্টের সম্মতি দিয়েছে?
উত্তর- অন্ধ্রপ্রদেশ (অমরাবতী)।
৫) "নোটস অফ ড্রিম: এআর রহমানের অনুমোদিত জীবনীটি কে লিখেছেন?
উত্তর- কৃষ্ণ ত্রিলোক।
৬) 'দ্য ফায়ার বার্নস ব্লু: এ হিস্ট্রি অব উইমেনস ক্রিকেট ইন ইন্ডিয়া' সহ-লেখক কে?
উত্তর- কারুন্য কেশভ ও সিদ্ধান্ত পাঠক।