৭ই নভেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

১) ভারতে জাতীয় ক্যানসার সচেতনতা দিবসটি কোন তারিখে পালন করা হয়?
উত্তর- ৭ই নভেম্বর।
২) আজ কোন মহান ভারতীয় বিজ্ঞানীর জন্মদিন?
উত্তর- সি ভি রমন।
৩) ২০২২ সাল পর্যন্ত কোন দেশ আই.টি.ইউ (ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন) কাউন্সিলের সদস্য নির্বাচিত হল?
উত্তর- ভারত।
৪) উত্তরপ্রদেশের কোন জেলাটির নামকরণ করা হল শ্রী অযোধ্যা?
উত্তর- ফায়জাবাদ।
৫) কে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন (এআইবিএ) এর সভাপতি নির্বাচিত হলেন?
উত্তর- গফুর রাখিমোভ।
৬) ২০১৮ সালের সাংবাদিকতায় শ্রেষ্ঠত্বের জন্য "আইপিআই-ইন্ডিয়া অ্যাওয়ার্ড" কে কে ব্যাগ করেছে?
উত্তর- নম্রতা আহুজা।
৭) ই-গভর্নেন্স প্রকল্প "সিসিটিএনএস" এর অধীনে নাগরিক পরিষেবাগুলির জন্য কোন রাজ্য পুলিশকে কেন্দ্রীয় সরকার পুরষ্কৃত করল?
উত্তর- আসাম।