৬ ই নভেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

১) ১৩ টি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদকজয়ী প্রথম জিমনাস্ট কে?
উত্তর- সিমন বাইলস, মার্কিন যুক্তরাষ্ট্র।
২) ২০২০ সালের এপ্রিল মাসে কোন দেশ ফরমুলা-1 আয়োজিত হবে?
উত্তর- ভিয়েতনাম।
৩) টি-টোয়েন্টি ইন্টারন্যাশনালে চারটি শতরান অর্জনকারী প্রথম ক্রিকেটার কে?
উত্তর- রোহিত শর্মা।
৪) প্যারিস মাস্টার্সে পুরুষদের সিঙ্গলস খেতাব কে জিতলেন?
উত্তর- কারেন খ্যাচানোভ।
৫) কে প্রথম WTA খেতাব জিতলেন?
উত্তর- থাইল্যান্ডের লুক্সিকা কুমখুম।
৬) ভারতের কোন প্রবীণ অভিনেতা একজন "Distinguished Fellow" খেতাব পেলেন?
উত্তর- অনুপম খের।