১) বিশ্ব সুনামি সচেতনতা দিবস কবে পালিত হয়?
উত্তর- ৫ই নভেম্বর।
- ২০১৫ সালে জাপান প্রথম এই দিবসটির সূচনা করেছিল।
২) কোন দিনটি আয়ুর্বেদ দিবস হিসেবে পালিত হয়?
উত্তর- হিন্দু বর্ষপঞ্জির ধনতেরাস বা ধন ত্রয়োদশী দিনটিতে।
- আয়ুর্বেদের জনক ধন্বন্তরির জন্মদিবস উপলক্ষে।
- এ বছর ৫ ই নভেম্বর ছিল আয়ুর্বেদ দিবস।
৩) স্বদেশী প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন কোনটি?
উত্তর- আইএনএস অরিহন্ত।
৪) কোন দেশ প্রবালপ্রাচীর রক্ষা করার জন্য সানস্ক্রিন নিষিদ্ধ করল?
উত্তর- পালাউ।
৫) কোন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় Saar Lor Lux Open টুর্নামেন্ট জিতলেন?
উত্তর- শুভঙ্কর দে।