১) নতুন বিচারপতি নিয়োগ হওয়ার পর বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত?
উত্তরঃ ২৮ জন ( একজন মুখ্য বিচারপতি এবং ২৭ জন অন্যান্য বিচারপতি)
২) ভারতের কোথায় সিগনেচার ব্রিজের উদ্বোধন করা হল?
উত্তরঃ দিল্লিতে।
৩) Vision Document 2030- এটি কোন বিভাগের দীর্ঘমেয়াদি পরিকল্পনা?
উত্তরঃ বন বিভাগ।
৪) কে সম্প্রতি ইউকো ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হিসাবে নিযুক্ত হয়েছেন?
উত্তরঃ অতুল কুমার গোয়েল।
৫) প্রথম 'গ্লোবাল কনফারেন্স অন এয়ার পলিউশন অ্যান্ড হেলথ' কোথায় আয়োজিত হল?
উত্তরঃ জেনেভায়।
৬) কোথায় 'লিটল ইন্ডিয়া গেট'-এর উদ্বোধন করা হল?
উত্তরঃ ইন্দোনেশিয়ার মেডান শহরে।