১) বিবিসি-র সেরা ১০০টি বিদেশী ভাষার চলচ্চিত্রের তালিকায় একমাত্র ভারতীয় চলচ্চিত্র কোনটি?
উত্তর- পথের পাঁচালী, পরিচালক- সত্যজিৎ রায়।
২) ভারতের ২ য় চেরীব্লসোম ফেস্টিভাল কোথায় আয়োজিত হবে?
উত্তর- শিলং।
৩) কোন ভারতীয় ভাস্কর বিশ্বের সর্বোচ্চতম মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি ডিজাইন করেছেন?
উত্তর- রাম ভি সুতার।
৪) ওলা মোবিলিটি ইনস্টিটিউটের সমীক্ষায় কোন শহরটি 'ইজ অফ মুভিং ইনডেক্স ২০১৮'-এ শীর্ষস্থানে রয়েছে?
উত্তর- কলকাতা
৫) "ধর্ম গার্ডিয়ান ২০১৮" ভারত এবং কোন দেশের মধ্যে যৌথ সামরিক অনুশীলন?
উত্তর- জাপান
৬) উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন?
উত্তর- রমেশ রঙ্গনাথন।
৭) ভারতীয় নৌসেনার কোন বিমানবাহক জাহাজটিকে একটি ভাসমান যাদুঘরের রূপ দেওয়া হবে?
উত্তর- INS বিরাট।
৮) জিএসটি-নিবন্ধিত মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলি (MSMEs) এখন 59 মিনিটের মধ্যে কত টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারে?
উত্তর- 1 কোটি টাকা।