১) এই প্রথম কোনো ভারতীয় স্নুকার 'এশিয়ান স্নুকার ট্যুর' খেতাব জিতলেন। কে তিনি?
উত্তর- পঙ্কজ আডবাণী।
২) গ্লোবাল পাসপোর্ট ইনডেক্সে সিঙ্গাপুর রয়েছে প্রথম স্থানে, ভারতের স্থান কত?
উত্তর- ৬৫ তম।
৩) রাজ্যের পর্যটন শিল্পকে চাঙ্গা করার জন্য কোন রাজ্য সাংগাই উৎসব আয়োজন করতে চলেছে?
উত্তর- মনিপুর।
৪) ভারতের কোন রাজ্য সম্প্রতি 'সৌর জলনিধি' প্রকল্প শুরু করল?
উত্তর- ওড়িশা।
৫) ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের নতুন অধিকর্তা হিসেবে কে নিযুক্ত হলেন?
উত্তর- এস. এস. দেশওয়াল।
৬) ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (৪৯তম) কোথায় আয়োজিত হবে?
উত্তর- গোয়া।
৭) কোন রাস্ট্র সম্মিলিত জাতিপুঞ্জের অভিবাসন চুক্তি থেকে সরে আসার কথা ঘোষণা করল?
উত্তর- অস্ট্রিয়া।
৮) ভারতীয় নৌবাহিনীর কোন জাহাজটি সম্প্রতি ২০৫ দিনের বিশ্ব পরিক্রমা সেরে ফিরে এলো?
উত্তর- INS তরঙ্গিনী।