১লা নভেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

১) ১লা নভেম্বর দিনটি ভারতের কোন কোন রাজ্যের প্রতিষ্ঠাদিবস?
উত্তর- পাঁচটি রাজ্য যথা-কেরালা, কর্নাটক, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং ছত্রিশগড়।
( এদের মধ্যে কেরালা কর্ণাটক এবং মধ্যপ্রদেশ ১৯৫৬ সালে, হরিয়ানা ১৯৬৬ সালে এবং ছত্রিশগড় রাজ্য ২০০০ সালে প্রতিষ্ঠা লাভ করে)
২) ২০১৯ সালের ওয়ার্ল্ড কর্পোরেট গেম কোথায় আয়োজিত হবে?
উত্তর- কাতার।
৩) ২০১৮ সালের মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কার নাম ঘোষণা করা হল?
উত্তর- মেরি কম।
৪) ওড়িশার ঝাড়সুগুডা এয়ারপোর্টের নতুন কি নামকরণ করা হল?
উত্তর- বীর সুরেন্দ্র সাই এয়ারপোর্ট।
৫) সদ্যপ্রয়াত যশবন্ত দেও কোন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তি ছিলেন?
উত্তর- সঙ্গীত।