৩১শে অক্টোবর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

১) ৩১শে অক্টোবর ভারতে দিনটি কী কী কারণে স্মরণীয়?
- ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন যা রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালিত হয়;
- ১৯৮৪ সালের ৩১ শে অক্টোবর ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়।
২) কোন রোবটটি বিশ্বের প্রথম রোবট-ভিসা পেতে চলেছে?
- সোফিয়া (এটিই বিশ্বের প্রথম রোবট নাগরিক)।
৩) হাভার্ড ইউনিভার্সিটি কাকে গ্ল্যেইটসম্যান পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল?
- মালালা ইউসুফজাই (সর্বকনিষ্ঠ নোবেলজয়ী)।
৪) কোন আইআইটি ভারতের প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করল?
- আইআইটি মাদ্রাজ।
৫) কোন দেশ বিশ্বের প্রথম ব্লু বণ্ড (Blue Bond) লঞ্চ করল?
- শ্যেসেলস।
৬) কোন অভিনেতা় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (FTII) চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন?
- অনুপম খের।
৭) কোন শিক্ষা প্রতিষ্ঠান  ইয়ং ইনোভেটরস প্রোগ্রাম ২০১৮- এর আয়োজন করেছিল?
- খড়গপুর আই আই টি।