বিশ্বের উচ্চতম স্ট্যাচু ভারতে

স্ট্যাচু অফ ইউনিটি

Statue of Unity
এই স্ট্যাচু সম্পর্কে যে তথ্যগুলি সাধারন জ্ঞানের প্রশ্ন হতে পারে তার একটি তালিকা দিলাম।
স্ট্যাচু অফ ইউনিটি, গুজরাট 

1. বর্তমানে বিশ্বের উচ্চতম স্ট্যাচু কোনটি?
উত্তর- স্ট্যাচু অফ ইউনিটি, গুজরাট, ভারত।
2. এটির উচ্চতা কত?
উত্তর- 182 মিটার। 
3. কোন সংস্থা এটি নির্মাণ করল?
উত্তর- লার্সন এন্ড টার্বো এবং সর্দার সরোবর নর্মদা নিগম লিঃ।
4. স্থপতি কে?
উত্তর- রাম ভনজি সুতার।
5. আনুমানিক ব্যয় কত?
উত্তর- 2,989 কোটি টাকা।
6. কোথায় নির্মিত হল?
উত্তর- গুজরাটের কেভাদিয়া শহর।
7. মূর্তিটি কার?
উত্তর- সর্দার বল্লভভাই প্যাটেল।
8. তিনি কে ছিলেন?
উত্তর- ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী
- ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী।
9. কে তাঁকে 'সর্দার' আখ্যা দেন?
উত্তর- মহাত্মা গান্ধী।
10. তাঁকে আর কী কী আখ্যা দেওয়া হয়?
উত্তর- ভারতের বিসমার্ক এবং ভারতের লৌহমানব।
11. তাঁর জন্মদিন কবে?
উত্তর- 31শে অক্টোবর
(রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালিত হয়)
12. তাঁর জন্ম-সপ্তাহ কী হিসেবে পালিত হয়?
উত্তর- Vigilance Awareness Week
নিয়মিত সাধারণ জ্ঞানের চর্চার জন্য বেঙ্গলি জিকে ডট কম সবথেকে বিশ্বস্ত ব্লগ। দেখতে থাকুন। ধন্যবাদ।