স্ট্যাচু অফ ইউনিটি
Statue of Unity
এই স্ট্যাচু সম্পর্কে যে তথ্যগুলি সাধারন জ্ঞানের প্রশ্ন হতে পারে তার একটি তালিকা দিলাম।
![]() |
স্ট্যাচু অফ ইউনিটি, গুজরাট |
1. বর্তমানে বিশ্বের উচ্চতম স্ট্যাচু কোনটি?
উত্তর- স্ট্যাচু অফ ইউনিটি, গুজরাট, ভারত।
2. এটির উচ্চতা কত?
উত্তর- 182 মিটার।
3. কোন সংস্থা এটি নির্মাণ করল?
উত্তর- লার্সন এন্ড টার্বো এবং সর্দার সরোবর নর্মদা নিগম লিঃ।
4. স্থপতি কে?
উত্তর- রাম ভনজি সুতার।
5. আনুমানিক ব্যয় কত?
উত্তর- 2,989 কোটি টাকা।
6. কোথায় নির্মিত হল?
উত্তর- গুজরাটের কেভাদিয়া শহর।
7. মূর্তিটি কার?
উত্তর- সর্দার বল্লভভাই প্যাটেল।
8. তিনি কে ছিলেন?
উত্তর- ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী
- ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী।
9. কে তাঁকে 'সর্দার' আখ্যা দেন?
উত্তর- মহাত্মা গান্ধী।
10. তাঁকে আর কী কী আখ্যা দেওয়া হয়?
উত্তর- ভারতের বিসমার্ক এবং ভারতের লৌহমানব।
11. তাঁর জন্মদিন কবে?
উত্তর- 31শে অক্টোবর
(রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালিত হয়)
12. তাঁর জন্ম-সপ্তাহ কী হিসেবে পালিত হয়?
উত্তর- Vigilance Awareness Week
নিয়মিত সাধারণ জ্ঞানের চর্চার জন্য বেঙ্গলি জিকে ডট কম সবথেকে বিশ্বস্ত ব্লগ। দেখতে থাকুন। ধন্যবাদ।