৩০ শে অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

১) ভারতের পরমাণু কর্মসূচির জনক কাকে বলা হয়?
- হোমি জাহাঙ্গীর ভাবা
(৩০ শে অক্টোবর তাঁর জন্মদিন)।
২) কে এ বছরের জেসিবি প্রাইজ ফর লিটারেচার জিতলেন?
- Benyamin (বইটির নাম 'জেসমিন ডেজ')
৩) ভারতের প্রথম ইঞ্জিনবিহীন ট্রেন 'ট্রেন-১৮' কোথায় নির্মিত হয়েছে?
- ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, চেন্নাই।
৪) জন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক পঞ্চম জাতীয় সম্মেলন কোথায় আয়োজিত হল?
- আসাম।
৫)  স্বদেশী প্রস্তুত সংযুক্ত আরব আমিরশাহির প্রথম স্যাটেলাইট টির নাম কী?
- খলিফা স্যাট।
৬) দ্বিতীয় ইন্ডিয়া মোবাইল কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হল?
- নতুন দিল্লি।
৭) "প্রশাসন" বইটি কোন ভারতীয় রাজনীতিকের লেখা?
- মনোহর জোশি।
৮)  বোম্বে হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসাবে কে নিযুক্ত হলেন?
- নরেশ হরিশচন্দ্র পাতিল।
৯) WHO- এর রিপোর্ট অনুযায়ী ভারতের সবথেকে দূষিত শহর কোনটি?
- দিল্লি।
১০) এক ছাদের তলায় বিশ্বের বৃহত্তম বিমান বন্দরটির কোথায় উদ্বোধন করা হল?
- ইস্তাম্বুল, তুর্কি।