১) কোন দল দেওধর ট্রফি জিতল?
- ইন্ডিয়া সি (India C)।
২) ভারতে ভিজিলান্স অ্যাওয়ারেনেস উইক (Vigilance Awareness Week) কখন পালিত হয়?
- সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম সপ্তাহ উপলক্ষে (এবছর ২৯শে অক্টোবর শুরু হল)।
৩) কে আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি হিসেবে পুনর্নির্বাচিত হলেন?
- মাইকেল ডি হিগিন্স।
৪) ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনে কে জয়ী হলেন?
- জৈর বোলসোনারো।
৫) ত্রয়োদশ ভারত-জাপান সম্মেলন কোথায় আয়োজিত হল?
- টোকিও।
৬) রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি কে আছেন?
- সৈয়দ আকবরুদ্দিন।
৭) কোন দুটি দেশ যুগ্মভাবে এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি ২০১৮ জিতল?
- ভারত এবং পাকিস্তান।
৮) কে হলেন মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০১৮?
- ক্লারা সোসা।
৯) প্যানাসনিক ওপেন ইন্ডিয়া খেতাব কে জিতলেন?
- খালিন জোশি।
১০) ওম্যান টেনিস এসোসিয়েশন এর দেওয়া প্রথমতম ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ট্রফি কে জিতলেন?
- সিমোনা হালেপ।