১২ই নভেম্বর ২০১৮ কারেন্ট এফেয়ার্স

১) কোন সাংবাদিক সাহসিকতার জন্য  লন্ডনে Press Freedom Award সাহস জিতেছে?
উত্তর- স্বাতী চতুর্বেদী।
২) ৩৩ তম আসিয়ান সম্মেলন কোন জায়গায় শুরু হল?
উত্তর- সিঙ্গাপুর।
৩) কোন প্রকল্পটি ২০১৮ সালে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য UNESCO এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় পুরস্কার?
উত্তর- লাদাখ পুনঃস্থাপন।
৪) ভারত কত বছরের জন্য আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে?
উত্তর- ২০১৯ থেকে ২০২২।
৫) কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক এবং রসায়ন ও সার মন্ত্রী অনন্ত কুমার (৫৯) প্রয়াত হলেন, তিনি কোন রাজ্যের সাংসদ ছিলেন?
উত্তর- কর্ণাটক।