১) প্রয়াত হলেন মার্ভেল কমিকসের স্রষ্টা। কী নাম তার?
উত্তর- স্ট্যান লী (৯৫)
- তিনি স্পাইডার ম্যান, এক্স ম্যান, পোকম্যান প্রভৃতি চরিত্রের স্রষ্টা।
২) ভারতে ১৩ ই নভেম্বর দিনটি কী কারণে স্মরণীয়?
উত্তর- শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা রঞ্জিত সিংহের জন্মজয়ন্তী হিসেবে।
৩) কোন সংবাদসংস্থা বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত (AI) সংবাদ সঞ্চালক নিয়োগ করলেন?
উত্তর- জিনহুয়া (Xinhua)
৪) প্রথম ভারতীয় হিসাবে কোন পর্বতারোহী মাউন্ট গিলুয়ে (Giluwe) আরোহন করলেন?
উত্তর- সত্যরূপ সিদ্ধান্ত।
৫) ভারত এবং ইন্দোনেশিয়ার নৌবাহিনীর প্রথমতম যৌথ সামরিক মহড়াটির নাম কী?
উত্তর- সমুদ্রশক্তি।