১) আজকের দিনটি সারা বিশ্বে কোন কোন দিবস হিসেবে পালিত হয়?
- সম্মিলিত জাতিপুঞ্জ দিবস।
( ১৯৪৫ সালের ২৪ শে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়েছিল)
- বিশ্ব পোলিও দিবস।
২) আজ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুর উদ্বোধন করলেন চীনের রাষ্ট্রপতি জি জিনপিং। কত দৈর্ঘ্য সেটির?
- ৫৫ কিমি।
৩) কোন ভারতীয় ক্রিকেটার একদিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড করলেন?
- বিরাট কোহলি।
৪) কে সিওল শান্তি পুরস্কারে সম্মানিত হলেন?
- ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৫) "নেহরু এন্ড বোস: প্যারালাল লাইভস"- বইটির লেখক কে?
- রুদ্রাংশু মুখার্জি।
৬) ভারতীয় গবেষকদের দ্বারা প্রস্তুত "পলি অক্সাইম" যা সম্প্রতি খবরের শিরোনামে এসেছিল, সেটি আসলে কী?
- স্কিন জেল।
৭) বিশ্ব শান্তি অহিংসা সম্মেলন কোথায় শুরু হল?
- মহারাষ্টে।
৮) ভারত, আফগানিস্তান এবং ইরানের মধ্যে প্রথম ত্রিপাক্ষিক বৈঠক কোথায় আয়োজিত হল?
- তেহরান।