২৫ শে অক্টোবর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

১) কোন ভারতীয় 2018 সালের মিস ডিফ (বধির) এশিয়া হলেন?
- নিষ্ঠা ডুদেজা।
হরিয়ানার মেয়ে।
২) কে এই নিয়ে সপ্তমবার ক্যামেরনের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন?
- পল বিয়া।
৩) কোন ভারতীয় কৃষিবিজ্ঞানী প্রথমতম 'ওয়ার্ল্ড এগ্রিকালচার প্রাইজ' পেতে চলেছেন?
- এম. এস. স্বামীনাথন।
-পুরস্কার প্রদান করবে ইন্ডিয়ান কাউন্সিল অফ ফুড এন্ড এগ্রিকালচার।
৪) বিশ্বের ৩৪ টি দেশের মধ্যে পেনশন যোজনায় ভারতের স্থান কত?
- দ্বিতীয়।
- প্রথম ডেনমার্ক এবং নেদারল্যান্ডস।
৫) লোনলি প্ল্যানেট- এর সমীক্ষায় ২০১৯ সালের সেরা 'পর্যটন গন্তব্য' কোন দেশটি?
- শ্রীলঙ্কা।
৬) Sittwe Port যা সম্প্রতি খবরের শিরোনামে ছিল কোন দেশে অবস্থিত?
- মায়ানমার।
৭) গ্লোবাল এগ্রিকালচার লিডারশিপ সামিট কোথায় শুরু হল?
- নতুন দিল্লি।
৮)  এলিট ম্যানস বক্সিং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজিত হবে?
- পুনে (এবছর তৃতীয় বর্ষ)।
৯) প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী কোন পোর্টালের সূচনা করলেন?
- "ম্যায় নহি হাম"।
১০) সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বীমা যোজনার আওতায় থাকা নাগরিকের সংখ্যার বিচারে ভারতের স্থান কত?
- দ্বিতীয় স্থানে।