২৬ শে অক্টোবর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

১) ১৯৪৭ সালের ২৬ শে অক্টোবর কোন রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল?
- জম্মু ও কাশ্মীর।
২) ইথিওপিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কী?
- সাহলে ওয়ার্ক জেউডে।
৩) ভারতের জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমির টিচার্স অ্যাওয়ার্ড কে পেলেন?
- আশিষ মুখার্জি।
৪) ন্যাটোর (NATO) বৃহত্তম রণকৌশল প্রদর্শনী কোথায় শুরু হল?
- নরওয়ে।
NATO-  নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন।
৫) সম্প্রতি কোথায় আন্তর্জাতিক আর্য সম্মেলন আয়োজিত হয়েছিল?
- নতুন দিল্লি।
৬) কোন দেশ কমনওয়েলথ অ্যাসোসিয়েশন ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট পুরস্কার জিতল?
- ভারত।
৭) কোন প্রাক্তন প্রধানমন্ত্রী মহর্ষি বাল্মিকী পুরস্কার (২০১৮-১৯) জিতলেন?
- এইচ ডি দেবেগৌড়া।
৮) ভারতের কোন রাষ্ট্রীয় ক্রীড়া সংস্থানটি ফিকি (FICCI) ইন্ডিয়া স্পোর্টস অ্যাওয়ার্ড ২০১৮ পেল?
- এথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া।
৯) কোন শহরটি ২০১৮ সালের ওয়েটেক্স (WETEX বা Water Energy Technology and Environment Exhibition) এর আয়োজন করেছে?
- দুবাই।
১০) ইরাকের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কী?
- আদেল আব্দুল মাহদি।
১১) শ্রীলংকার প্রধানমন্ত্রীর পদে কে আসীন হলেন?
- মাহিন্দ্রা রাজপক্ষ।