২৩শে অক্টোবর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

১) কে এ বছরের "লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন পাবলিক এডমিনিস্ট্রেশন" পেলেন?
- ফলি এস. নরিম্যান।
২) কেন্দ্র সরকারের কোন প্রকল্পটি এ বছরের 'ইউনাইটেড নেশনস ইনভেসমেন্ট প্রমোশন অ্যাওয়ার্ড' জিতলো?
- ইনভেস্ট ইন্ডিয়া।
৩) কোন মন্ত্রক "হরিৎ দিওয়ালি স্বাস্থ্য দিওয়ালি" প্রচার অভিযান শুরু করল?
- কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক।
৪) ডেনমার্ক ওপেনে পুরুষদের সিঙ্গেলস কে জিতলেন?
- কেন্টো মোমোটা।
৫) টি বোর্ড অফ ইন্ডিয়া সম্প্রতি কোন অ্যাপটি প্রচার করতে চলেছে?
- চায় সহায়।
৬) নাসার কোন টেলিস্কোপটি সম্প্রতি ১০ বছর পূর্ণ করল?
ফার্মি গামা রে স্পেস টেলিস্কোপ।
৭) লিউস হ্যামিল্টনকে হারিয়ে কে ইউ.এস জিপি জিতলেন?
- কিমি রাইকোনেন।
৮) চারদিন ব্যাপী আন্তর্জাতিক নৃত্য উৎসব "উদ্ধব উৎসব" কোথায় আয়োজিত হয়েছিল?
- গোয়ালিওর, মধ্যপ্রদেশ।
৯) ভারতের কোন দুটি স্থানের মধ্যে সম্প্রতি লাক্সারি ক্রুজ জাহাজ পরিষেবা শুরু হল?
- মুম্বাই ও গোয়া।
১০) কত সালের মধ্যে চীন কৃত্রিম চাঁদ তৈরি করতে চলেছে?
- ২০২০ সালে।