১) কোন রাজ্য মহিলাদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ জিতল?
- মনিপুর।
২) কে এবছর ধন্বন্তরি পুরস্কার পেলেন?
- সুলতান প্রধান।
৩) কোন রাজ্য সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য "কবচ" নামক বিশেষ বাহিনী তৈরি করতে চলেছে?
- হরিয়ানা।
৪) কোন দেশ বিশ্বের প্রথম বায়ো-ইলেকট্রনিক ওষুধ তৈরি করতে চলেছে?
- মার্কিন যুক্তরাষ্ট্র।
৫) রামিনেনি ফাউন্ডেশনের আউটস্ট্যান্ডিং পার্সন সম্মানে কে ভূষিত হলেন?
- পুল্লেলা গোপীচাঁদ।
৬) "দি প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার: নরেন্দ্র মোদি এন্ড হিজ ইন্ডিয়া" বইটি কার লেখা?
- শশী থারুর।
৭) বিশ্ব ক্ষুধার্ত সূচকে ভারতের স্থান কত?
- ১০৩ তম।
প্রথম স্থানে বেলারুশ।
৮) কোন দেশ ২০২২ সালের ইউথ অলিম্পিকের আয়োজন করবে?
- সেনেগাল।
৯) ভারতের প্রথম মিস ট্রানসকুইন কে হলেন?
- বীণা সেন্দ্রে।
১০) কোন সংস্থা ২০১৮ সালের ডেমিং প্রাইজ (Deming Prize) পেল?
- ইন্দাস টাওয়ার্স।
এটি বিশ্বের বৃহত্তম টেলিকম টাওয়ার সংস্থা।