১) আন্তর্জাতিক বিপর্যয় হ্রাস দিবস কবে পালিত হয়?
- ১৩ই অক্টোবর।
এ বছরের থিম- বিপর্যয় এবং অর্থনৈতিক ক্ষতি আর হ্রাসকরণ।
২) ভারতের জাতীয় মানবাধিকার কমিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
- ১২ই অক্টোবর, ১৯৯৩
এবছর ২৫ বছর পূর্ণ হল।
৩) সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থায় ভারত সর্বাধিক ভোটে নির্বাচিত হল?
- হিউম্যান রাইটস কাউন্সিল (UNHRC)।
৪) সম্প্রতি কোন দেশ মৃত্যুদণ্ড লোপ করার সিদ্ধান্ত নিল?
- মালেশিয়া।
৫) ১৭ তম ওল্ড ওয়ার্ল্ড থিয়েটার ফ্যাস্টিভ্যাল কোথায় শুরু হয়েছে?
- নতুন দিল্লি।
৬) ডঃ এম এ চিদাম্বরম জন্মশতবর্ষ পুরস্কার কে পেলেন?
- বিষণ সিং বেদি।
৭) Amway-র প্রথম গ্লোবাল সিইও হিসেবে কে নিযুক্ত হলেন?
- মিলিন্দ পন্থ।
৮) ভারতের কোন রাজ্য ফাও-এর দেওয়া ফিউচার পলিসি গোল্ড এওয়ার্ড পেল?
- সিকিম।
১০০% অর্গানিক চাষের জন্য।
ফাও- ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন।
৯) কেন্দ্রীয় তথ্য কমিশনের ১৩ তম সভা কোথায় বসেছিল?
- নতুন দিল্লি।
১০) বিশ্ব ব্যাংক প্রকাশিত হিউম্যান ক্যাপিটাল ইনডেক্সে ভারতের স্থান কত?
- ১১৫ তম।