১) অক্টোবর কোন বিশেষ দিবস হিসেবে পালিত হয়?
- কন্যা শিশু দিবস
(প্রথম পালিত- ২০১২ সালে)।
২) ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) কোথায় জৈব জ্বালানি কেন্দ্র স্থাপন করতে চলেছে?
- ওড়িশায়।
৩) ওক্সফাম বিশ্ব বৈষম্য সূচকে কোন দেশ সবচেয়ে সর্বোচ্চ স্থানে রয়েছে?
- ডেনমার্ক (ভারতের স্থান- ১৪৭)।
৪) কোন দেশ ন্যাটো (NATO) দেশগুলির সঙ্গে বিমানবাহিনীর অনুশীলনে যোগ দিল?
- ইউক্রেন।
( ন্যাটো- নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন)
৫) দি এনার্জি রিসার্চ ইনস্টিটিউট (TERI)- র নতুন চেয়ারম্যানের নাম কী?
- অজয় মাথুর।
৬) কোন দেশ বিমানে পণ্য পরিবহনের নীতি (Air Cargo Policy) রচনা করতে চলেছে?
- ভারত।
৭) সম্প্রতি কোন দেশ স্বচ্ছ ভারত মিশনে ভারতকে সহায়তা করার কথা ঘোষণা করেছে?
- জাপান।
৮) Access to Medical Products-এর উপর বিশ্ব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হল?
- নতুন দিল্লি।
৯) IDBI ব্যাংকের নতুন এম.ডি এবং সি.ই.ও কে নিযুক্ত হলেন?
- রাকেশ শর্মা।
১০) ভারতের প্রতিরক্ষামন্ত্রী তিনদিনের বিদেশ সফরে কোন দেশে গেলেন না?
- ফ্রান্স।
রাজধানী- প্যারিস;
ভারতের প্রতিরক্ষামন্ত্রী- নির্মলা সীতারমন।