১) ১০ ই অক্টোবর কোন দিবস হিসেবে পালিত হয়?
- বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস (১৯৯২ সাল থেকে পালিত হয়ে আসছে)।
২) ভারতের নতুন সলিসিটর জেনারেল কে?
- তুষার মেহতা।
৩) হেনলি পাসপোর্ট সূচক অনুসারে কোন দেশের পাসপোর্ট সবথেকে শক্তিশালী?
- জাপান (ভারতের স্থান ৮১)।
৪) কে ভারতের প্রধান পরিসংখ্যানবিদ নিযুক্ত হলেন?
- প্রবীণ শ্রীবাস্তব।
৫) কোন রাজ্য সম্প্রতি নির্মাণ কুসুম প্রকল্প সূচনা করল?
- ওড়িশা।
৬) ভারতের কোন রাজ্য পরীক্ষামূলকভাবে ইলেকট্রিক বাস পরিবহনের সূচনা করল?
- উত্তরাখন্ড।
৭) ভারতীয় বায়ুসেনা স্বাস্থ্যবিষয়ক যে মোবাইল এপ্লিকেশানটি লঞ্চ করল তার নাম কী?
- মেড ওয়াচ (Med Watch)।
৮) ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি কোথায় কৃষক নেতা ছোটু রামের ৬৪ ফুট উঁচু মূর্তির উন্মোচন করলেন?
- রোহতক, হরিয়ানা।
৯) কোন রাজ্য ২০১৮ সালের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সঙ্গে যুক্ত হল?
- ঝাড়খণ্ড।
১০) এয়ার এশিয়া (ইন্ডিয়া)-র নবনিযুক্ত সি ই ও-এর নাম কি?
- সুনীল ভাস্করণ।
১১) কোন কেন্দ্রীয় মন্ত্রী "ইন্ডিয়া ফর হিউম্যানিটি" প্রকল্পের সূচনা করলেন?
- সুষমা স্বরাজ (মাননীয়া বিদেশমন্ত্রী)।