১) আজকের দিনটি কি হিসেবে পালিত হয়?
২) কোন ভারতীয় জাপানের দেওয়া নিক্কেই এশিয়া প্রাইজ পেলেন?
৩) এই প্রথম কোন মহিলা 'হল অফ ফেম'-এ অন্তর্ভুক্ত হলেন?
৪) তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
৫) কোন দেশে এই প্রথম BIMSTEC দেশগুলির সামরিক মহড়া অনুষ্ঠিত হতে চলেছে?
৬) সাউইতি বুরা (Saweety Boora) কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তর
১) ইন্টারন্যাশনাল আলবিনিজম এওয়ারনেস ডে।
২) বিন্দেশ্বর পাঠক (সুলভ ইন্টারন্যাশনাল-এর প্রতিষ্ঠাতা)।
৩) রোন্ডা রাউজি।
৪) নেপালের কাঠমান্ডুতে।
৫) ভারত।
৬) বক্সিং (রাশিয়ায় আয়োজিত বক্সিং টুর্নামেন্টে আজ সোনা জিতলেন)।
কারেন্ট এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।