১) ১২ই জুন কোন বিশেষ দিবস হিসেবে পালিত হয়?
২) কোথায় ভারতের প্রথম জাতীয় পুলিশ মিউজিয়াম স্থাপিত হতে চলেছে?
৩) কেন্দ্র সরকার দেশের ব্লাড ব্যাংকগুলিকে কী নামে অভিহিত করার প্রস্তাব দিয়েছে?
৪) বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO)-এর বর্তমান প্রধান কে আছেন?
৫) ১১তম বিশ্ব হিন্দি সম্মেলন অনুষ্ঠিত হবে?
উত্তর
১) World Day Against Child Labour (শিশু শ্রমিক বিরোধী দিবস)।
২) নতুন দিল্লিতে।
৩) ব্লাড সেন্টার।
৪) রবার্তো আজেভেদো।
৫) মরিশাস (১৮-২০ আগস্ট)।
কারেন্ট এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।