১১ই জুন ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) এবছর কোন লেখিকা ‘ওম্যানস প্রাইজ ফর ফিকশন’ লাভ করলেন?
২) কোন দেশ ইন্টারন্যাশনাল কাপ ২০১৮ জিতল?
৩) কোন দেশের রাষ্ট্রপ্রধান চীনের দেওয়া ‘অর্ডার অফ ফ্রেন্ডশিপ’ জিতল?
৪) সম্প্রতি কোথায় জি-সেভেন (G-7) এর সম্মেলন অনুষ্ঠিত হল?
৫) কে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার নিযুক্ত হলেন?



উত্তর
১) কামিলা শামশি (পাকিস্তানি-ব্রিটিশ লেখিকা কামিলা শামশির লেখা উপন্যাসটির নাম ‘হোম ফায়ার’)।
২) ভারত (কেনিয়াকে হারিয়ে)।
৩) রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন।
৪) কানাডাতে (৮-৯ জুন)।
৫) শারদ কুমার।
কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।