বিশ্ব রক্তদাতা দিবস ২০১৮

পালিত হয়- ১৪ই জুন;

প্রথম পালিত হয়- ২০০৪ সালে;

তত্ত্বাবধায়ক- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO);

কার স্মরণে- কার্ল ল্যান্ডস্টাইনার;

ল্যান্ডস্টাইনার বিখ্যাত- রক্তের গ্রুপ আবিষ্কারের জন্য;

রক্তদানের ন্যূনতম বয়স- ১৮ বছর;

রক্তদাতার ন্যূনতম ওজন হওয়া উচিত- ৪৫ কেজি;

একবারে রক্ত দেওয়া যেতে পারে- ২৫০-৩০০মিলি।