১) ১৪ই জুন কোন বিশেষ দিবস হিসেবে পালনীয়?
২) আজ কোন দেশ তাদের প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলল?
৩) ২০২২ সালের ফিফা বিশ্বকাপ কোথায় আয়োজিত হবে?
৪) জল সংরক্ষণের গুরুত্ব প্রচার করার জন্য কোন রাজ্য জল-স্বাক্ষরতা অভিযান শুরু করল?
উত্তর
১) বিশ্ব রক্তদাতা দিবস (World Blood Donor Day)
২) আফগানিস্তান (ভারতের বিরুদ্ধে)।
৩) কাতার (২০১৮- রাশিয়া, ২০২২-কাতার, ২০২৬- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা)
৪) কেরালা।
কারেন্ট_এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।