১৫ই জুন ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) ১০৬ তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস কোথায় আয়োজিত হয়েছে?
২) এবছর আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি কোথায় অনুষ্ঠিত হবে?
৩) নীতি আয়োগের জল ব্যবস্থাপনা সূচকে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করল?
৪) পুদুচেরির প্রথম মহিলা ডিজিপি (ডিরেক্টর জেনারেল অফ পুলিশ) নিযুক্ত হলেন?
৫) ২৩তম ইউরোপিয়ান ইউনিয়ন চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হবে?



উত্তর
১) জলন্ধর, পাঞ্জাব।
২) দেরদুনে (২১শে জুন তারিখটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়)।
৩) গুজরাট।
৪) এস সুন্দরী নন্দা।
৫) নতুন দিল্লি (ইউরোপিয়ান ইউনিয়নের ২৩টি দেশের সাম্প্রতিক ২৪টি ছবির প্রদর্শনী হবে)

কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।