২৫শে জুন কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি এওয়ার্ডস (IIFA 2018) কোন ছবিটি সেরা ছবির পুরষ্কার পেল?
২) কোন রাজ্য 'পানি বাঁচাও প্যায়সা কামাও' প্রকল্প শুরু করল?
৩) ইস্ট ইন্ডিয়া ক্লাইমেট চেন্জ কনক্লেভ ২০১৮ কোথায় আয়োজিত হল?
৪) ভারত নির্মাণ পুরষ্কার মঞ্চে কাকে 'লিভিং লেজেন্ড' পুরষ্কার দেওয়া হল?
৫) অ্যান্টি-ডোপিং স্পোর্ট কনফারেন্স কোথায় আয়োজিত হল?
৬) স্বচ্ছ সর্বেক্ষণ ২০১৮ অনুযায়ী স্বচ্ছতম শহর কোনটি?


উত্তর
১) তুমহারি সুলু (Tumhari Sulu)।
২) পাঞ্জাব।
৩) পাটনা, বিহার।
৪) প্রেম চোপড়া।
৫) নরওয়েতে (থিম- Clean sport= fair outcome)।
৬) ইন্দোর (স্বচ্ছতম রাজ্য ঝাড়খন্ড)।
কারেন্ট_এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।