১) ভারতের প্রথম ট্রাইবাল কুইন (আদি রানী) কে হলেন?
২) ২০১৮ সালের উইমেন্স ওয়ার্ল্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট কোন দেশে আয়োজিত হবে?
৩) হ্যালে ওপেন ২০১৮ (Halle Open 2018) কে জিতলেন?
৪) ২০১৮ ফরাসি গ্র্যান্ড প্রিক্স কে জিতলেন?
৫) তুর্কির রাষ্ট্রপতি হিসেবে কে পুনর্নির্বাচিত হলেন?
৬) ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার এক্সপো ২০১৮ কোথায় অনুষ্ঠিত হল?
৭) কোন রাজ্য ১৫ই আগস্ট ২০১৮ থেকে সকল সরকারি দপ্তরে LED লাইট ব্যবহার বাধ্যতামূলক ঘোষণা করল?
৮) কোন অভিনেত্রী ফরাসি সরকারের দেওয়া নাইট অফ দি অর্ডার অফ আর্টস এন্ড লেটার্স পেলেন?
উত্তর
১) পল্লবী দুরুয়া (কলিঙ্গ ট্রাইবাল কুইন কনটেস্ট বিজয়িনী)।
২) ওয়েস্ট ইন্ডিয়া।
৩) রজার ফেডেরার।
৪) লিউইস হ্যামিলটন।
৫) রেসেপ তায়ইপ এরদোগান।
৬) মুম্বাইয়ে।
৭) হরিয়ানা।
৮) কল্কি ক্যোশলিন। (Kalki Koechlin)।
কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।