২৭ই জুন কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) এখনো পর্যন্ত বিশ্বের বৃহত্তম নৌসেনা-মহড়া কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
২) প্রথম মহাকাশ-জাতি (Space Nation) কোনটি?
৩) কোন ভারতীয় শ্যুটার সম্প্রতি ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপে রেকর্ড করলেন?
৪) ওয়ার্ল্ড ফুড প্রাইজ ২০১৮ কারা পেলেন?

উত্তর
১) হাওয়াই দ্বীপপুঞ্জে
(পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে,
নাম- RIMPAC বা Rim of the Pacific,
ভারত সহ ২৬টি দেশ অংশগ্রহণ করেছে,
ভারতের যে জাহাজটি অংশগ্রহণ করেছে- INS Sahyadri)
২) আসগারডিয়া (Asgardia, সম্প্রতি আসগারডিয়ার নেতা হিসেবে নিজেকে ঘোষণা করেছেন রাশিয়ায় বিলিয়নার ইগোর আশুরবেইলি)।
৩) সৌরভ চৌধুরী (১৬বছর বয়সী)।
৪) লরেন্স হদ্দাদ, ডেভিড নাবারো।
কারেন্ট_এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।