১) কে ভারতের কনিষ্ঠতম এবং বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হল?
২) ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী 'চিফ মিনিস্টার অফ দি ইয়ার' সন্মান পেলেন?
৩) বিশ্বের ক্ষুদ্রতম কম্পিউটারটির নাম কী?
৪) কোন রাজ্য কৃষকদের জন্য "সূর্যশক্তি কিষান যোজনা" শুরু করল?
৫) ২২তম সিন্ধু দর্শন উৎসব কোথায় শুরু হল?
৬) WWF India সম্প্রতি তাদের প্রথম কমিক প্রকাশ করল। কমিকটির নাম কী?
উত্তর
১) আর. প্রজ্ঞানানন্দ।
২) রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজ।
৩) মিশিগান মাইক্রো মোট।
৪) গুজরাট।
৫) জম্মু ও কাশ্মীরের লে (Leh) শহরে।
৬) The Great Indian Nature Trail with Uncle Bikky
কারেন্ট_এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।