২৩শে জুন ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) ২৩শে জুন কোন কোন বিশেষ দিবস হিসেবে পালিত হয়?
২) ২০২৩ সালের  ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হবে?
৩) ২০১৮ সালের সেরা ব্র্যান্ড কোনটি?
৪) ভারতের কোন রাজ্যে “7 স্টার গ্রাম পঞ্চায়েত রেনবো স্কিম” চালু হল?
৫) কোন দুটি দেশের সেনাবাহিনীর যৌথ মহড়ার নাম INDRA (ইন্দ্র)?



উত্তর
১) ২৩ শে জুন তিনটি বিশেষ দিবস হিসেবে পালিত হয়-
ক) আন্তর্জাতিক অলিম্পিক দিবস,
খ) আন্তর্জাতিক বিধবা দিবস,
গ) আন্তর্জাতিক জন কৃত্যক দিবস (পাবলিক সার্ভিস ডে)।
২) ভারতে।
৩) গুগল (২য়- অ্যাপেল, ৩য়- অ্যামাজন)।
৪) হরিয়ানা।
৫) IND অর্থাৎ ইন্ডিয়া এবং RA অর্থাৎ রাশিয়া।
কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।