৩১শে মে ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজপ1

১) আজকের দিনটি (৩১শে মে) কোন বিশেষ দিবস হিসেবে পালিত হয়?
২) কুয়ালালামপুর কোন দেশের রাজধানী?
৩) যোগগুরু রামদেব চালিত পতঞ্জলি কোন মেসেজিং অ্যাপটি লঞ্চ করল?
৪) ইউনেস্কোর ডিরেক্টর-জেনারেল কে আছেন?

উত্তর
১) ওয়ার্ল্ড নো-টোব্যাকো ডে (বিশ্ব তামাক বর্জন দিবস, এবছরের থিম- তামাক এবং হৃদরোগ)।
২) মালেশিয়া।
৩) কিম্ভো (kimbho, অ্যাপটির ট্যাগলাইন হল-"অব ভারত বোলেগা)।
৪) আউড্রে আজৌলে।
কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন