১) আজকের দিনটি (৩১শে মে) কোন বিশেষ দিবস হিসেবে পালিত হয়?
২) কুয়ালালামপুর কোন দেশের রাজধানী?
৩) যোগগুরু রামদেব চালিত পতঞ্জলি কোন মেসেজিং অ্যাপটি লঞ্চ করল?
৪) ইউনেস্কোর ডিরেক্টর-জেনারেল কে আছেন?
উত্তর
১) ওয়ার্ল্ড নো-টোব্যাকো ডে (বিশ্ব তামাক বর্জন দিবস, এবছরের থিম- তামাক এবং হৃদরোগ)।
২) মালেশিয়া।
৩) কিম্ভো (kimbho, অ্যাপটির ট্যাগলাইন হল-"অব ভারত বোলেগা)।
৪) আউড্রে আজৌলে।
কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন