৩০শে মে ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) গোয়া কবে ভারতের অঙ্গরাজ্যের মর্যাদা পেয়েছিল?
২) এই প্রথম কোন ভারতীয় উদ্ভিদবিজ্ঞানের বিশিষ্ট সম্মান ‘লিনিয়ান মেডেল’ পেলেন?
৩) সিয়েট ক্রিকেট রেটিং-এ ইন্টারন্যাশনাল ক্রিকেটার কে হলেন?
৪) লাতিন আমেরিকার প্রথম কোন দেশ ন্যাটোর (NATO) গ্লোবাল পার্টনার হল?
৫) কোন ভারতীয় কার্টুনশিল্পী World Press Cartoon Award-এ সেরা ক্যারিকেচার বিভাগে পুরষ্কৃত হলেন?



উত্তর
১) ৩০ শে মে (১৯৮৭ সালের ৩০শে মে দমন ও দিউ থেকে বিচ্ছিন্ন হয়ে গোয়া ভারতের ২৫ তম রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল)
২) কমলজিত এস. বাওয়া।
৩) বিরাট কোহলি।
৪) কলাম্বিয়া।
৫) টমাস এন্টোনি।
কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।