১) ১লা জুন কোন বিশেষ দিবস হিসেবে পালিত হয়?
২) সম্প্রতি বিশ্বের সবথেকে মূল্যবান তিনটি সংস্থা কোনগুলি?
৩) “Straight Talk” বইটি কোন ভারতীয় রাজনীতিবিদের লেখা?
৪) এবছর পুলিৎজার প্রাইজ (মিউজিকের জন্য) কে পেলেন?
৫) কোন ভারতীয় ক্রিকেটারকে “মোস্ট ইন্সপাইরিং আইকন অফ দি ইয়ার ফর সোশ্যাল ওয়েলফেয়ার” সম্মান দেওয়া হল?
৬) কে প্যারাগুয়ের প্রথম অন্তর্বর্তীকালীন মহিলা রাষ্ট্রপতি হতে চলেছেন?
৭) স্যান্টোকবা হিউম্যানিটিরিয়ান পুরস্কার কারা পেলেন?
উত্তর
১) বিশ্ব দুগ্ধ দিবস (২০০১ সাল থেকে পালিত হয়ে আসছে। এবছর ৫৩টি দেশে পালিত হল)।
২) প্রথম অ্যাপেল, দ্বিতীয় অ্যামাজন, তৃতীয় মাইক্রোসফট।
৩) অভিষেক মনু সিংভি।
৪) কেন্ড্রিক ল্যামার (এলবামের নাম Damn)।
৫) যুবরাজ সিং।
৬) এলিসিয়া পুসেটা।
৭) কৈলাশ সত্যার্থী এবং এ এস কিরণ কুমার।
কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।