১) আজ কোন ভারতীয় রাজ্যের প্রতিষ্ঠা দিবস?
২) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম অনুসারে সিঙ্গাপুরে কোন অর্কিডের নামকরণ করা হল?
৩) ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে আছেন?
৪) স্পেনের নবনিযুক্ত প্রধানমন্ত্রীর নাম কী?
৫) ইন্টার কন্টিনেন্টাল কাপে কোন দলকে হারাল ভারতীয় দল?
উত্তর
১) তেলেঙ্গানা (২রা জুন, ২০১৪তে প্রতিষ্ঠিত)।
২) ডেনড্রোব্রিয়াম নরেন্দ্র মোদি (ছবিতে)।
৩) ওম প্রকাশ রাওয়াত।
৪) পেড্রো স্যানচেজ।
৫) চীনা তাইপেই।
কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।