তেলেঙ্গানার জন্ম-ইতিহাস : সংক্ষেপে

ভারতের ২৯তম রাজ্য- তেলেঙ্গানা

  • রাজ্যের নাম- তেলেঙ্গানা।
  • রাজধানী- হায়দ্রাবাদ।
  • সরকারি গীত- "জয় জয় হে তেলেঙ্গানা জননী জয়কেতনম"।
  • সরকারি ভাষা- তেলুগু ও উর্দু। 
  • তেলেঙ্গানার ভাষা দিবস- ৯ই সেপ্টেম্বর। 
  • কোন রাজ্য থেকে জন্ম- অন্ধ্র প্রদেশ রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে তেলেঙ্গানা রাজ্যের জন্ম। 
  • রাজ্যের ব্র্যান্ড এম্বাসেডার- সানিয়া মির্জা। 
  • প্রধানতম উৎসব- বাটুকম্মা। 
  • প্রধান নৃত্যশৈলী- পেরিনি তাণ্ডভাম। 
  • রাজ্য ক্রীড়া- কাবাডি। 
  • রাজ্য ফল- আম।
  • তেলেঙ্গানা রাজ্যের দাবিতে সবথেকে বেশি সোচ্চার হয়েছিল যে দল- তেলেঙ্গানা প্রজা সমিতি
তেলেঙ্গানা সংক্রান্ত বিল
  • লোকসভায় পাস হয়- ১৮ই ফেব্রুয়ারি
  • রাজ্যসভায় পাস হয়- ২০শে ফেব্রুয়ারি
  • রাষ্ট্রপতির স্বাক্ষর- ১লা মার্চ, ২০১৪ 
  • তেলেঙ্গানা প্রতিষ্ঠা- ২রা জুন, ২০১৪
সকল রাজ্যবাসীকে জানাই অভিনন্দন।।