৩রা জুন ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) আজকের দিনটি সম্মিলিত জাতিপুঞ্জ কোন বিশেষ দিবস হিসেবে ঘোষনা করেছে?
২) ভারতের কোন রাজ্য সাংবাদিকদের জন্য “গোপবন্ধু সাংবাদিকা স্বাস্থ্য বীমা যোজনা” চালু করল?
৩) ভারত আজ কোন দূরপাল্লার মিসাইলটি সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করল?
৪) কে ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন?
৫) ভারতীয় বায়ুসেনার বর্তমান এয়ার চিফ মার্শাল কে আছেন?


উত্তর
১) বিশ্ব বাইসাইকেল দিবস (এবারই প্রথম)।
২) ওড়িশা।
৩) অগ্নি ৫।
৪) গিসেপি কোঁত।
৫) বীরেন্দর সিং ধানোয়া।
কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।