৪ঠা জুন ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) কে রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর নিযুক্ত হলেন?
২) ফুয়েগো আগ্নেয়গিরি কোথায় অবস্থিত?
৩) আজ কোন দুটি শহরের মধ্যে হেলিকপ্টার ট্যাক্সি পরিষেবা শুরু হল?
৪) আজ কোন দেশ থেকে এই প্রথম LNG আমদানি হল ভারতে?
৫) স্বচ্ছ আইকনিক প্লেস প্রকল্পের আওতায় কোন সংস্থাটি চারমিনারকে দত্তক নিল?



উত্তর
১) মুকেশ কুমার জৈন।
২) গুয়াতেমালায় (আজই এটির অগ্ন্যুৎপাত শুরু হয়েছে)।
৩) শিমলা থেকে চন্ডীগড়।
৪) রাশিয়া (LNG হল লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস)।
৫) NTPC লিমিটেড।
কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।