১২ই মে ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) ১২ই মে কোন বিশেষ দিবস হিসেবে পালিত হয়?
২) কোন ক্ষেত্রে ফ্লোরেন্স নাইটেঙ্গেল পুরষ্কার দেওয়া হয়?
৩) কোন সংস্থা এবছর “জাতীয় প্রযুক্তি পুরষ্কার” পেল?
৪) স্পেস-এক্স এর কোন রকেটটি মহাকাশে মানুষ নিয়ে যাওয়ার জন্য নির্মিত হয়েছে?
৫) কোন দুটি স্থানের মধ্যে ‘হামসফর এক্সপ্রেস’ যাত্রা শুরু করল?


উত্তর
১) আন্তর্জাতিক নার্স দিবস (ফ্লোরেন্স নাইটেঙ্গেল-এর স্মৃতিতে তার জন্মদিনটি ইন্টারন্যাশনাল নার্স ডে হিসেবে পালিত হয়)।
২) নার্সিং (Nursing)।
৩) ভারত বায়োটেক (অন্যতম ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা)।
৪) ফ্যালকন-৯ (এবছর শেষের দিকে এই রকেট যাত্রীসহ মহাকাশ পাড়ি দেবে)।
৫) ইন্দোর এবং পুরী (সূচনা করলেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন)।
কারেন্ট_এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।