১৩ই মে ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) মাতৃ দিবস বা Mothers Day কবে পালিত হয়?
২) ভারতীয় পার্লামেন্টের ইতিহাসে ১৩ই মে কী কারণে স্মরণীয়?
৩) ১১তম KISS Humanitarian Award 2018 কে পেলেন?
৪) ভারতের উপরাষ্ট্রপতি মাননীয় বেঙ্কাইয়া নাইডু সম্প্রতি লাতিন আমেরিকার কোন তিন দেশ সফর করে এলেন?
৫) ভারতীয় সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধানের নাম কী?
৬) বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম শিলা কোথায় পাওয়া গেল?
৭) Space X-এর ফ্যালকন-9 রকেটের মাধ্যমে বাংলাদেশের প্রথম Communication Satellite বা প্রেরিত হল। স্যাটেলাইটটির নাম কী?


উত্তর
১) মে মাসের দ্বিতীয় রবিবার (এবছর ১৩ই মে)।
২) ১৯৫২ সালের ১৩ই মে রাজ্যসভার প্রথম অধিবেশন শুরু হয়েছিল।
৩) মহম্মদ ইউনুস।
৪) গুয়াতেমালা, পানামা এবং পেরু।
৫) জেনারেল বিপিন রাওয়াত।
৬) ওড়িশার কেন্দুঝাড়ে।
৭) বঙ্গবন্ধু-১ ।
কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।