১) কোন ভারতীয় সঙ্গীত তারকা এবছরের “স্বর মৌলি পুরষ্কার” পেলেন?
২) DRDO পুরষ্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
৩) পুষ্কর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
৪) ইন্টারন্যাশনাল শ্যুটিং চ্যাম্পিয়নশিপে কোন ভারতীয় সোনা জিতলেন?
৫) কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পূর্ণ দায়িত্ব কে পেলেন?
৬) স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স ২০১৮ কে জিতলেন?
উত্তর
১) লতা মঙ্গেশকর।
২) বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য (ভারতে)
৩) রাজস্থানে।
৪) হীনা সিন্ধু।
৫) রাজ্যবর্ধন রাঠোর।
৬) লিউইস হ্যামিলটন।
কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।