১৫ই মে ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ


১) আজকের দিনটি (১৫ই মে) কোন বিশেষ দিবস হিসেবে পালিত হয়?
২) সম্প্রতি কে মাত্র ১১৭ দিনে সাত মহাদেশের বৃহত্তম সাতটি শৃঙ্গে আরোহন করে রেকর্ড গড়লেন?
৩) হুগো পুরষ্কারের জন্য প্রথম কোন ভারতীয় লেখকের নাম মনোনীত হল?
৪) কোন রাজ্য কৃষকদের জন্য ‘রাইথু বন্ধু’ প্রকল্প চালু করল?
৫) বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন সালের মধ্যে খাবার থেকে কারখানাজাত “ট্রান্সফ্যাট” নিষিদ্ধকরণের প্রস্তাব দিয়েছে?
৬) কোন ভারতীয় জাপান সরকারের দেওয়া নিক্কেই এশিয়া পুরষ্কার সম্মানে সম্মানিত হলেন?
৭) কোন ফুটবলার ফ্রান্সের ফুটবলার অফ দি ইয়ার শিরোপা পেলেন?


উত্তর
১) আন্তর্জাতিক পরিবার দিবস (International Day of Families)।
২) স্টিভ প্লেইন (অস্ট্রেলিয়া)।
৩) মিমি মন্ডল।
৪) তেলেঙ্গানা।
৫) ২০২৩ সালের মধ্যে (প্রস্তাবটির নাম রিপ্লেস/ REPLACE)
৬) বিন্দেশ্বর পাঠক।
৭) নেইমার।
কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।