১) আজকের দিনটি (১১ই মে) ভারতে কোন বিশেষ দিবস হিসেবে পালিত হয়?
২) আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোন বিশেষ বাস পরিষেবার উদ্বোধন করলেন?
৩) গ্রাম স্বরাজ অভিযানে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করল?
৪) নেপালের বর্তমান রাষ্ট্রপতির নাম কী?
উত্তর
১) জাতীয় প্রযুক্তি দিবস (National Technology Day, ১৯৯৮ সালে আজকের দিনেই রাজস্থানের পোখরানে সফলভাবে পারমাণবিক বিস্ফোরণ সম্পন্ন করেছিল ভারত। উল্লেখ্য যে, ভারত প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিল ১৯৭৪ সালে ১৮ই মে, এই অপারেশনের নাম ছিল ‘স্মাইলিং বুদ্ধ”, ১৯৯৮ সালের অপারেশনের নাম ছিল “অপারেশন শক্তি”)।
২) অযোধ্যা থেকে জনকপুর (ভারত ও নেপালের মধ্যে এই বাস চলাচলের পথটি ‘রামায়ণ সার্কিট’ নামে ঘোষিত)।
৩) ছত্রিশগড়।
৪) বিদ্যা দেবী ভাণ্ডারী (উপরাষ্ট্রপতি- নন্দ বাহাদুর পুন, প্রধানমন্ত্রী- কে পি শর্মা অলি)
#কারেন্ট_এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।